মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বিকশিত হচ্ছে ইনফো দুনিয়া

ইনফোটেক ডেস্ক

বিকশিত হচ্ছে ইনফো দুনিয়া

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তি।  আর এসব প্রযুক্তি সেক্টরকে ঘিরে বাড়ছে চাকরির বাজারও। এমন কিছু প্রযুক্তিনির্ভর পেশা বা প্রফেশন আছে তা যুগের সেরা। এর মধ্যে অন্যতম হচ্ছে এরোপ্লেন ইঞ্জিনিয়ারিং। এটি হচ্ছে এমন একজন সার্টিফিকেটপ্রাপ্ত ব্যক্তি যিনি এরোপ্লেনের প্রকৌশল, প্রযুক্তি এবং উড্ডয়ন গতিবিধি বিদ্যায় অভিজ্ঞ। বর্তমানে এডেক্সেলের দেওয়া এরোপ্লেন প্রকৌশল ডিগ্রি-এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যা সম্পন্ন করা যাচ্ছে বাংলাদেশে থেকেই। এ ধারায় যুক্তরাজ্যের শিক্ষাবোর্ড বিটেক এডেক্সেলের আন্ডারে কলেজ অব এভিয়েশন টেকনোলজি যাত্রা শুরু করে। কলেজটি ন্যাশনাল এবং হায়ার ন্যাশনাল ডিপ্লোমা ইন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করছে। বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন www.catechedu.com এবং রাজধানীর উত্তরার ১১ নম্বর  সেক্টরের  প্রধান ক্যাম্পাসে। এসএসসি/ এইচএসসি, এ-লেভেল/ও-লেভেল সম্পন্নকারীরা কোর্সটি করতে পারে। চার বছরে ইংলিশ মিডিয়াম শিক্ষাবোর্ড বিটেক এডেক্সেলের অধীনে স্বীকৃত অনার্স ডিগ্রি অর্জন করা যায়।  এসব বাস্তবমুখী  শিক্ষায় শিক্ষিত হলে এগিয়ে থাকা যায় ইনফো দুনিয়ায়। গড়া যায় আইটি নির্ভর সফল ক্যারিয়ার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর