মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

আইটি বিশ্ব

ইনফো ডেস্ক

আইটি বিশ্ব

অনেক সিনেমায় রোবটকে অস্ত্র দিয়ে লড়াই করতে দেখা যায়। কিন্তু এবার একটা গোটা উপন্যাসই লিখে ফেলেছে রোবট ‘এআই’ প্রোগ্রাম। শুধু লেখাই নয়, উপন্যাস লিখে একেবারে পুরস্কারের শেষ পর্যায় পৌঁছে গিয়েছিল রোবটটি। অভিনব ঘটনাটি ঘটেছে জাপানে। অধ্যাপক হিতোশি মাত্সুবারা এবং তার দল উপন্যাসের নাম আগে থেকেই ঠিক করে দেন। সেই অনুযায়ী উপন্যাস লেখে রোবটটি। জাপানি ভাষায় উপন্যাসের নাম কোনপিউতা গা শোসেত্সু ও কাকু হি। উপন্যাসে ছিল বিভিন্ন চরিত্র, বিভিন্ন গল্পের প্লটও। এ ছাড়াও ছিল উপযুক্ত সংলাপ।

‘হোশি শিনিচি লিটেরারি’ পুরস্কারের মনোনয়নের জন্য পাঠানো হয় রোবটটির লেখা। জমা হওয়া ১৪৫০ লেখার মধ্যে ১১টি লেখা রোবটদের লেখা। সেই পুরস্কার অনুষ্ঠানের শেষ ধাপে পৌঁছে যায় রোবটটির লেখা। বিচারকরা নাকি বুঝতেই পারেননি উপন্যাসটি একটি রোবট লিখেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর