মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এসএমএসেই ধ্বংস হতে পারে আইফোন!

ইনফোটেক ডেস্ক

এসএমএসেই ধ্বংস হতে পারে আইফোন!

অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ ফোনে ভাইরাস অ্যাটাক বা ক্র্যাশ করানোর খবর এতদিন টেক দুনিয়ার শিরোনামে ছিল। এবার বাদ যাচ্ছে না আইফোন বা আইপ্যাডও। সামান্য এসএমএসের শিকারেই ক্র্যাশ হয়ে যাচ্ছে অ্যাপলের ডিভাইস।  একটা পতাকা, শূন্য ও রামধনু— এই তিনটি ইমোজি একসঙ্গে কোনো অ্যাপল ডিভাইসে এসএমএস করলেই ক্র্যাশ হয়ে যাচ্ছে সেটি। আইফোন বা আইপ্যাডে এই মেসেজটি যতবার এসেছে, আইওএস ৮ (ওঙঝ ৮) ফ্রিজ হয়ে গেছে। বাদ যায়নি তার হাইয়ার আইওএসও। ইউটিউব অ্যাকাউন্ট এভরিথিং অ্যাপলপ্রো’র পক্ষ থেকে প্রথমে এই আশঙ্কার কথা জানানো হয়েছে। ভিডিও সহকারে দেখানো হয়েছে, কীভাবে ওই তিন ইমোজি ডিটেক্ট করতে না পেরে ক্র্যাশ করছে আইফোন। যদিও এই বাগটি প্রথম আবিষ্কার করা ভিনসেন্ট ডেসমার্সের মতে, পুরোপুরি না হলেও সাময়িক  ফ্রিজ হয়ে যাবে আইফোনের ওএস। কারণ এই মেসেজের সঙ্গে থাকা ভ্যারিয়েশন সিলেক্টর ক্যারেক্টার-টি ডিটেক্ট করতে না পেরেই ফ্রিজ হয়ে যাচ্ছে আইওএস। তবে ফ্রিজ হয়ে গেলেও পরে ঠিক হয়ে যাচ্ছে আইফোন।

সর্বশেষ খবর