বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

আইটি নির্ভর গ্লোবাল ভিলেজে এগিয়ে যেতে

ইনফোটেক ডেস্ক

আইটি নির্ভর গ্লোবাল ভিলেজে এগিয়ে যেতে

মুক্তবাজার অর্থনীতির এই গ্লোবাল ভিলেজের যুগে সর্বত্রই আমরা এক অসম প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি। চলছে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার তীব্র প্রতিযোগিতা। প্রতিনিয়ত পাল্টাচ্ছে প্রযুক্তি। আজ যা নতুন আগামীকাল যোগ দিচ্ছে পুরনোর খাতায়। এ প্রেক্ষাপটে প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে এগিয়ে থাকা যায় আইটি বিশ্বে এবং ক্যারিয়ার দৌড়ে। এ ধারাবাহিকতায় ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া যুগ ও চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে বি এসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যাণ্ড ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যাণ্ড ইনফরমেশন টেকনোলজি কোর্সের এছাড়া নৈশকালীন বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং প্রফেশনালদের জন্য উইকেণ্ডে এমবিএ, ইএমবিএ, এমবিএম, এমপিএইচ এবং এমএনএফএস কোর্স পরিচালিত হয় এখানে। এ বিষয়ে আরও জানতে # ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, ফোন : ০১৭৬-৩০৩০৬৩৬। অন্যদিকে চাহিদা বাড়ছে ব্যাচেলর অব সায়েন্স ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ), ব্যাচেলর অব আর্টস ইন ইংলিশ লিটারেচর অ্যান্ড কালচার ব্যাচেলর অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, ব্যাচেলর অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অব এনভায়রনমেন্ট সায়েন্স। তাই সময়ের সঙ্গে এগিয়ে যেতে গতানুগতিক শিক্ষার আশায় বসে না থেকে এসব শিক্ষিত হলে উজ্জল ভবিষ্যত তরান্বিত হয়। সবচেয়ে বড় কথা প্রযুক্তির অগ্রযাত্রায় নিজেকে শামিল না করতে পারলে পিছিয়ে পড়তে হয় সর্বক্ষেত্রে। এসব দিক বিবেচনা করেই আইটি নির্ভর  পেশা বিকশিত হচ্ছে।

সর্বশেষ খবর