সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা

‘আউলকেমি ল্যাবস’

‘আউলকেমি ল্যাবস’

ভিআর গেম স্টুডিও ‘আউলকেমি ল্যাবস’ অধিগ্রহণ করেছে সার্চ জায়ান্ট গুগল। এ গেম স্টুডিওটি জনপ্রিয় ‘রিক অ্যান্ড মর্টি’ সিমুলেটরের পেছনের প্রতিষ্ঠান।  এ ব্যাপারে অস্টিনভিত্তিক এ প্রতিষ্ঠানের দলটি এক ব্লগ পোস্টে জানিয়েছে ‘আউলকেমি ল্যাবস’ এখন থেকে গুগলের অধীনে কাজ করবে এবং এই দিনটিকে তাদের জন্য অনেক বড় আনন্দের বলেও জানায় তারা। এর আগে আউলকেমি ল্যাবস ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় এবং কোয়ালকম ভেঞ্চার, এইচটিসি, ক্লোপল ভিআর এবং ভেঞ্চার রিয়েলিটি ফান্ড থেকে ৫ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করে। গুগলের নির্দেশে এ গেম স্টুডিওটি এইচটিসি ভাইভ, পিএস ভিআর এবং অকুলাস রিফটের জন্য কনটেন্ট বানাবে।  এছাড়া গুগলের ভিআর এবং এআর ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক রেলজা মার্কোভিক এক ব্লগ পোস্টে, ভিআর স্টুডিও এর সঙ্গে তাদের কাজের বিস্তারিত তুলে ধরেন এবং ভালো ভিআর অভিজ্ঞতা দেওয়ার জন্য নতুন নতুন ভিআর কনটেন্ট ডেভেলপ করার কথা জানান।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর