সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা
আইটি বিশ্ব

শনিতে প্রাণের আশা

ইনফোটেক ডেস্ক

শনিতে থাকতে পারে প্রাণ। নাসার মহাকাশযান ক্যাসিনির পাঠানো ছবি এবং তথ্যের ওপর নির্ভর করে এমনটাই আশা করছেন জ্যোতির্বিজ্ঞানীরা।  এতদিন গবেষক এবং বিজ্ঞানীরা দাবি করে আসছিলেন, শনিতে প্রাণ থাকা সম্ভব নয়। কারণ সেখানে প্রাণের জন্য প্রয়োজনীয় গ্যাস বা বস্তু নেই। কিন্তু গত ৪ মে ক্যাসিনির পাঠানো তথ্যে নতুন আশা দেখছেন বিজ্ঞানীরা।  দেখা যাচ্ছে, শনির একটি উপগ্রহে রয়েছে প্রাণ সঞ্চারের অন্যতম উপাদান, হাইড্রোজেন গ্যাস। ফলে শনিতে প্রাণ থাকতে পারে বলে ফের আশায় বুক বাঁধছেন বিজ্ঞানীরা। যদিও এখনো আরও তথ্যের প্রয়োজন আছে বলে মনে করছেন তারা।  গত ৩ মে আরও কিছু ছবি পৃথিবীতে পাঠিয়েছে ক্যাসিনি। বিজ্ঞানীরা জানিয়েছেন, শনির বলয়ের সূক্ষ্ম রেখা আসলে ধুলো এবং পাথরের গুঁড়ায় তৈরি হয়েছে। এছাড়া সম্প্রতি শনির উপগ্রহ টাইটানের একটি ছবি পাঠিয়েছিল ক্যাসিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর