মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

গুগলের ক্যাম্পাস ‘ক্যারিবিয়ান’

ইনফোডেস্ক

মার্কিন সার্চ জায়ান্ট গুগল। এর সম্পর্কে নতুন কিছু করে বলার নেই। বর্তমান প্রেক্ষাপটে আমাদের দৈনন্দিন জীবন-যাপনও অনেকটা গুগলনির্ভর হয়ে পড়েছে।  যেন অবিচ্ছেদ্য অংশ।  মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউতে প্রতিষ্ঠানটির সদর দফতর। এর মাদার প্রতিষ্ঠান হচ্ছে অ্যালফাবেট। তবে সম্প্রতি গুগল ক্যালিফোর্নিয়ার সানিভেলে বিশাল এক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। মাউন্টেইন ভিউ থেকে কয়েক মাইল দূরে নতুন ক্যাম্পাস বানাতে চান সিইও সুন্দর পিচাই। মার্কিন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ১০ লাখ ৪০ হাজার বর্গফুট এলাকাজুড়ে নির্মিত হবে এই ক্যাম্পাস। ক্যাম্পাসটিতে ৪ হাজার ৫০০ গুগল কর্মী কাজ করতে পারবেন। সেখানে ২ হাজার ৮৫টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। প্রস্তাবিত এ ক্যাম্পাসের প্রতিটি ভবনের পাঁচটি তলার মধ্যে কর্মীদের আসা-যাওয়ার ব্যবস্থা রাখা হবে। গুগল এ প্রকল্পকে নাম দিয়েছে ‘ক্যারিবিয়ান’। এর কারণ হলো একটি ভবন ক্যারিবিয়ান ড্রাইভে পড়েছে। কর্মীদের আবাসস্থল দেওয়াসহ সানিভেল ঘিরে গুগলের বিস্তৃত পরিকল্পনার অংশ এটি। গুগলের বৈশ্বিক রিয়েল এস্টেট প্রধান মার্ক গোলান বলেন, সানিভেলে আবাসন ও পরিবহন ব্যবস্থা দুটি বড় ইস্যু, যা গুগলের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ২০২১ সালের আগে ক্যারিবিয়ান কমপ্লেক্স চালুর কোনো আশা দেখছেন না সংশ্লিষ্টরা।  এদিকে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের দাবি, চলতি বছরের তৃতীয় প্রান্তিক শেষে প্রতিষ্ঠানটির মোট কর্মী সংখ্যা ৭৮ হাজার ১০১ জনে দাঁড়িয়েছে।

সর্বশেষ খবর