রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

এবার চাঁদেও চালু হবে ‘৪জি’

ইনফোটেক ডেস্ক

এবার চাঁদেও চালু হবে ‘৪জি’

মানুষের চাঁদে পা রাখার পর কেটে গেছে প্রায় ৫০ বছর। দীর্ঘদিন ধরেই মানুষ সেখানে বাসস্থান তৈরির চেষ্টা চালাচ্ছে। অদূর ভবিষ্যতে হয়তো সেটা বাস্তবে পরিণতও হতে পারে। কিন্তু এখন যদি চাঁদে গিয়েও মোবাইলে এ নেটওয়ার্ক পাওয়া যায়, সেক্ষেত্রে কেমন হবে! শুনতে অবাক লাগলেও খুব সম্ভবত আগামী বছর থেকেই চাঁদেও ৪জি পরিসেবা চালু হতে চলেছে। ব্রিটেনের বিখ্যাত টেলিকম সংস্থা ভোডেফোন জানিয়েছে, ২০১৯ সালের মধ্যেই চাঁদে ৪জি পরিসেবা চালু করবে তারা। সম্প্রতি সংস্থার পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘নাসার পক্ষ থেকে ৫০ বছর আগে প্রথম চাঁদে পা রেখেছিল মানুষ, আর সেই ৫০ বছরের পূর্তিতেই পৃথিবীর একমাত্র উপগ্রহটিতে বসতে চলেছে ৪জি পরিসেবা। ভোডাফোনের তরফ থেকে এই ৪জি নেটওয়ার্কটি বসানো হবে। ২০১৯ সালের মধ্যেই কাজ সম্পন্ন হবে। এজন্য মোবাইল প্রস্তুতকারক সংস্থা নোকিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে সংস্থাটি। এই প্রথম বেসরকারি উদ্যোগে চাঁদে অভিযান চালানো হবে। পুরো অভিযান চালাতে যা খরচ হয় তার থেকে অনেক কম খরচেই এই চন্দ্রাভিযানটি হবে বলে জানা গেছে। পুরো প্রজেক্টটির আনুমানিক খরচ ধরা হচ্ছে ৫০ মিলিয়ন মার্কিন ডলার। ভোডাফোন জার্মানি এবং অডি একসঙ্গে কাজটি করছে। এই ৪জি নেটওয়ার্কটি সফলভাবে চাঁদে চালু করা গেলে ১৮০০ মেগাহার্টস ফ্রিকোয়েন্সি তৈরি হবে। যার সাহায্যে চাঁদ থেকে প্রথমবার লাইভ ভিডিও ফুটেজ পাঠানো সম্ভব হবে।

সর্বশেষ খবর