আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনী প্রদেশের মুকার জেলায় নিরাপত্তা বাহিনী ও তালেবান জঙ্গিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৬ জঙ্গি নিহত ও ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার প্রাদেশিক পুলিশ প্রধান মোহম্মদ জামান খোস্তি এ কথা জানিয়েছেন। খবর সিনহুয়া’র।
ওই কর্মকর্তা জানান, সোমবার সন্ধ্যায় মুকার জেলার আলি খিল এলাকায় পুলিশের একটি টহল দলের ওপর তালেবান জঙ্গিদের অতর্কিত হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। কয়েক ঘণ্টা বন্দুকযুদ্ধের পর জঙ্গিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ১৬ জন জঙ্গির লাশ পাওয়া গেছে।
এই ঘটনা সম্পর্কে তালেবান জঙ্গিদের পক্ষ থেকে কিছু বলা হয়নি।
বিডি প্রতিদিন/১৭ এপ্রিল ২০১৮/এনায়েত করিম