৭ অক্টোবর, ২০১৮ ১৬:০৪

রুশ সাবমেরিনে আতঙ্কিত যুক্তরাষ্ট্র!

অনলাইন ডেস্ক

রুশ সাবমেরিনে আতঙ্কিত যুক্তরাষ্ট্র!

ফাইল ছবি

আন্তর্জাতিক মহলে আতঙ্ক ছড়িয়ে সামরিক শক্তিতে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে রাশিয়া।  তারই জের ধরে মার্কিন নৌ বাহিনীর একজন কমান্ডার বলেছেন, রাশিয়ার পক্ষ থেকে বিভিন্ন ধরনের সাবমেরিন তৈরি এবং সেগুলোকে অত্যন্ত ক্ষমতাধর ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্রসজ্জিত করার ঘটনায় উদ্বিগ্ন আমেরিকা।

শুক্রবার ওয়াশিংটনে আটলান্টিক কাউন্সিলের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইউরোপে মার্কিন নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল জেমস ফোগো এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, রাশিয়ার হাতে যদিও শক্তিশালী যুদ্ধজাহাজের সক্ষমতা নেই তবে সমুদ্রের নিচেই তাদের যে শক্তি রয়েছে তা সত্যিকারের হুমকি।  

জেমস ফোগো আরও বলেন, “আমরা দেখেছি সব ধরনের সাবমেরিন ও জাহাজকে তারা নতুন করে তৈরি করছে। আমি সাবমেরিন যুদ্ধ নিয়ে অনেক বেশি আতঙ্কিত।”


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর