৪ জুলাই, ২০২৪ ১১:৪৫

এবার জ্যামাইকায় আঘাত হানল ঘূর্ণিঝড় ‘বেরিল’

অনলাইন ডেস্ক

এবার জ্যামাইকায় আঘাত হানল ঘূর্ণিঝড় ‘বেরিল’

আটলান্টিক মহাসাগরে সৃষ্ট অতি বিপজ্জনক ‘হারিকেন বেরিল’ ক্যারিবীয় অঞ্চলের উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে আঘাত শেষে এবার জ্যামাইকায় আঘাত হেনেছে।

স্থানীয় সময় বুধবার ঘণ্টায় ২১৫ কিলোমিটার বেগে বিপজ্জনক ক্যাটাগরি-৪ ঘূর্ণিঝড়টি দ্বীপটির দক্ষিণ উপকূলে আঘাত হানে। এতে তীব্র বাতাসের সঙ্গে ক্যারিবীয় দেশটিতে প্রবল বৃষ্টি হয়। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে প্লাবিত রাস্তা ও প্রবল বাতাসে উড়ে যাওয়া ছাদবিহীন ভবন দেখা যায়। দক্ষিণ সেন্ট এলিজাবেথ প্যারিসের গ্রামীণ কৃষক সম্প্রদায়ের বাসিন্দা অ্যামোয় ওয়েলিংটনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, ‘এটির (ঘূর্ণিঝড় বেরিল) আঘাত ভয়াবহ। সবকিছু শেষ হয়ে গেছে।’
 
এদিকে, ক্যারিবীয় অঞ্চলে ঘূর্ণিঝড়টির আঘাতে এখন পর্যন্ত সাতজনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে গ্রানাডায় তিনজন মারা গেছে। সোমবার (১ জুলাই) সবার প্রথমে দ্বীপটিতে বেরিল আঘাত করেছে। বাকি চারজনের একজন সেন্ট ভিনসেন্টে এবং অন্য তিনজন উত্তর ভেনিজুয়েলার বাসিন্দা।

এদিকে, বার্তা সংস্থা রয়টার্স বলছে, বেরিলের তাণ্ডবে এখন পর্যন্ত ক্যারিবীয় অঞ্চলে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর