৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:২৩

নতুন রেকর্ড, ১১ ট্রিলিয়ন ডলার ছাড়াল বিশ্ব পর্যটন শিল্প

অনলাইন ডেস্ক

নতুন রেকর্ড, ১১ ট্রিলিয়ন ডলার ছাড়াল বিশ্ব পর্যটন শিল্প

ফাইল ছবি

চলতি বছর বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধিতে পর্যটনের অবদান আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক এক শতাংশ বেড়ে ১১ দশমিক এক ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ২০১৯ সালের হিসাবে এই প্রবৃদ্ধি সাড়ে সাত শতাংশ।

ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড টুরিজমের (ডব্লিউটিটিসি) বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়েছে, জনসম্পৃক্ততা বেড়ে যাওয়ায় বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধিতে পর্যটন শিল্প খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছর বৈশ্বিক প্রেক্ষাপটে একজন মানুষের প্রতি ১০ ডলারের এক ডলার খরচ হচ্ছে পর্যটনে। এই খরচ যাচ্ছে হোটেল বুকিং প্রমোদতরী ও প্লেন বুকিংয়ে।

ডব্লিউটিটিসির প্রধান নিবার্হী জুলিয়া সিম্পসন গণমাধ্যমকে বলেন, “গত বছর বেশকিছু কারণে বৈশ্বিক মন্দা ও উচ্চ মূল্যস্ফীতি সত্ত্বেও পর্যটন খাত এখন বিশ্বব্যাপী প্রকৃত অর্থনৈতিক কেন্দ্র।”

বৈশ্বিক পর্যটনে যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানির অবদান বাড়ছে বলেও প্রতিবেদেন উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, চলতি বছর পর্যটন খাতে কর্মসংস্থান ৩৪৮ মিলিয়ন। ২০১৯ সালের তুলনায় এই সংখ্যা ১৩ দশমিক ছয় মিলিয়ন বেশি।

পর্যটকদের বাড়তি চাপ সামলাতে এই খাতে কর্মসংস্থান ক্রমাগত বাড়ছে।

ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনের হিসাবে, যুক্তরাষ্ট্রে পর্যটন খাতে বর্তমানে আরও এক মিলিয়ন মানুষের কাজের সুযোগ আছে। গত বছর এই খাতে কর্মরত ছিলেন ২৭ মিলিয়ন মানুষ। সূত্র: রয়টার্স

বিডি প্রতিদিন/একেএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর