ইসরায়েলের ভূখণ্ডে আবারও হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তাদের অ্যারোস্পেস বাহিনী এই হামলা চালায়।
ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক টেলিভিশন ভাষণে মঙ্গলবার সকালে বলেছেন, তাদের বাহিনী উপকূলীয় শহর তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। এই হামলায় তারা ইয়েমেনের দেশীয় প্রযুক্তিতে তৈরি ইয়াফা কামিকাজে ড্রোন ব্যবহার করেছে।
তারা অভ্যন্তরীণভাবে তৈরি করা চারটি সামাদ-৪ (অজেয়-৪) যুদ্ধ ড্রোন দিয়ে ইসরায়েলের ইলাত বন্দর ও সামরিক স্থাপনাগুলিতে আঘাত করে।ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র, এই অভিযানগুলো সফল হয়েছে বলে দাবি করেছেন।
ইসরায়েলের বিরুদ্ধে বিজয় না আসা পর্যন্ত এই অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে হুথি। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকেই ফিলিস্তিনের সমর্থনে লোহিত, আরব ও ভূমধ্যসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে হুথি। সম্প্রতি তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতেও সরাসরি হামলা শুরু করেছে।
বিডি প্রতিদিন/নাজমুল