১ অক্টোবর, ২০২৪ ১৬:৪৭

সাংহাইয়ের ওয়ালমার্টে ভয়াবহ ছুরি হামলা: ৩ জন নিহত, আহত ১৫

অনলাইন ডেস্ক

 সাংহাইয়ের ওয়ালমার্টে ভয়াবহ ছুরি হামলা: ৩ জন নিহত,  আহত ১৫

সাংহাইয়ের একটি ওয়ালমার্ট সুপারমার্কেটে ছুরি হামলার ঘটনায় তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতে এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে। এক ব্যক্তি সুপারমার্কেটে ঢুকে এলোমেলোভাবে উপস্থিত লোকজনের ওপর ছুরি নিয়ে আক্রমণ করেন।  

পুলিশ জানিয়েছে, লিন নামের ৩৭ বছর বয়সী একজন ব্যক্তিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মতে, লিন ব্যক্তিগত আর্থিক বিরোধের কারণে এই হামলার পরিকল্পনা করেন এবং সাংহাইয়ে এসে তার ক্ষোভ প্রকাশ করেন। হামলার প্রকৃত কারণ তদন্তাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।  

এই মর্মান্তিক ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। বাকিদের চিকিৎসা চলছে, এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।  

হামলার প্রত্যক্ষদর্শী শি বলেন, "সব জায়গায় রক্ত পড়ে থাকতে দেখেছি। কেউই জানত না ঠিক কী ঘটছে। লোকজন আতঙ্কে দৌড়াচ্ছিল, এমন পরিস্থিতির জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমি অল্পের জন্য রক্ষা পেয়েছি।" পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।  

উল্লেখ্য, চীনে সাম্প্রতিক সময়ে ছুরি হামলার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। গত মাসেই একটি মর্মান্তিক ঘটনায় ১০ বছর বয়সী জাপানি এক শিশু তার স্কুলের সামনে ছুরিকাঘাতে নিহত হয়। এই ধরনের হামলা সমাজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর