বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা
সীমান্ত উত্তেজনা

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখা যায় না : মনমোহন

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখা যায় না : মনমোহন
পাকিস্তান ও ভারতের সীমান্ত উত্তেজনা নিয়ে এবার মুখ খুলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং। এ বিষয়ে গতকাল তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পাকিস্তানের সঙ্গে ভারতের কোনো স্বাভাবিক কাজকর্ম চলতে পারে না। ভারতীয় সেনাদের সঙ্গে যা ঘটেছে তা এক কথায় অগ্রহণযোগ্য। তিনি সাংবাদিকদের সামনে আরও উল্লেখ করেন, দুই ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনাটি সত্যিই দুঃখজনক। বিশেষ করে এক সেনার শিরশ্ছেদ। যা মর্মান্তিক। এদিকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী সুষমা স্বরাজ বলেছেন, যদি নিহত সেনা হেমরাজের মাথা ফেরত দেওয়া না হয় তবে পাকিস্তানি সেনাদের ১০ মাথা চাই! ভারতীয় সেনাবাহিনীর সদস্য ল্যান্স নায়েক হেমরাজ সিংয়ের পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। বিরোধীদলীয় এ নেত্রী বলেন, সরকারকে অবশ্যই শহীদের (হেমরাজের) মাথা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, আমরা এ ঘটনার প্রতিশোধ চাই। মনমোহন সরকারকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, একটি দুর্বল সরকারের কাছে এটা আশা করা যায় না। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি পাকিস্তানি সেনারা হেমরাজকে হত্যার পর তার মাথা কেটে নিয়ে গেছে বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। অন্যদিকে কাশ্মীর অঞ্চলের বিতর্কিত নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারত-পাকিস্তানের সেনা পর্যায়ে পতাকা বৈঠকের পরও তিনবার গোলাগুলির ঘটনা ঘটেছে। এমন দাবি করেছে দেশটির সেনাবাহিনী। প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাসদস্যদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। ওই হামলায় সর্বপ্রথম একজন পাকিস্তানি সেনা নিহত হন। এর কিছুদিন পর আরেকটি হামলায় দুই ভারতীয় সেনা নিহত হন। যেখানে এক ভারতীয় সেনার শিরশ্ছেদ করা হয়। এতে উভয় দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে থাকে। এরই পরিপ্রেক্ষিতে আবারও হামলা চালানো হয়। তাতে আরেক পাকিস্তানি সেনা নিহত হন। এখনও গুলিবিনিময়ের ঘটনা অব্যাহত রয়েছে। দ্য ডন, এএফপি।

সর্বশেষ খবর