বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

শ্যাভেজের মৃত্যু হলে নির্বাচন চায় ব্রাজিল

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজকে নিয়ে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে নানা ধরনের গুজব। তিনি কি আদৌ বেঁচে আছেন আর বেঁচে থাকলেই কি ফিরে কাজ শুরু করতে পারবেন। আর দেশটির বিরোধী দলের পক্ষ থেকে নির্বাচনের জন্য তাগিদ দেওয়া শুরু হয়েছে। প্রতিবেশী দেশ ব্রাজিলও বলেছে, ক্যান্সার আক্রান্ত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ যদি মারা যান তবে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠান করতে হবে। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল আধুনিক বিশ্বের অন্যতম উদীয়মান শক্তি। দেশটির ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কাছে খোলাখুলিভাবে ব্রাজিল এই মনোভাব তুলে ধরেছে। মাদুরোকে নিজের উত্তরাধিকারী মনোনীত করেছেন শ্যাভেজ। ক্যান্সারের কাছে পরাজিত হলে শ্যাভেজ পরবর্তী ভেনেজুয়েলার বামপন্থিদের নেতা হবেন মাদুরো। বিবিসি।

সর্বশেষ খবর