বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

মালিতে ৭৫০ ফরাসি সেনা মোতায়েন

ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ গতকাল আবুধাবিতে বলেছেন, মালির ইসলাপন্থি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চালাতে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে মোট ৭৫০ জন ফরাসি সেনা যোগ দিয়েছে। সেখানে সোমবারের অভিযানে তারা 'তাদের লক্ষ্য অর্জন করেছে।' আবুধাবির পিস ক্যাম্প এলাকায় ফ্র্রান্সের একমাত্র সেনাঘাঁটি পরিদর্শনকালে ওঁলাদ বলেন, 'আপাতত মালিতে আমাদের ৭৫০ সেনা মোতায়েন রয়েছে। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়ানো হবে। এদিকে মালির বিদ্রোহী ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের সামরিক পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে জাতিসংঘ। সোমবার নিরাপত্তা পরিষদের সব সদস্য রাষ্ট্র ফ্রান্সের সামরিক হস্তক্ষেপের প্রতি সমর্থন জানায়। বিবিসি।

সর্বশেষ খবর