বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা
প্রেক্ষিত স্কুলে হত্যাকাণ্ড

মার্কিন কংগ্রেসে পাস হচ্ছে না অস্ত্র নিয়ন্ত্রণ আইন!

যুক্তরাষ্ট্রের স্যান্ডিহুক স্কুলে মর্মান্তিক হত্যাকাণ্ডের পরও মার্কিন কংগ্রেসে অস্ত্র নিয়ন্ত্রণ আইন পাস নাও হতে পারে! এমনই পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশন (এনআরএ)। এনআরএ সূত্র জানায়, ২০০৪ সালে মেয়াদোত্তীর্ণ অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মতো যে কোনো ধরনের আইন প্রণয়ন প্রস্তাবে 'ভেটো' পড়তে পারে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন অস্ত্র সহিংসতা ঠেকাতে ওবামার কাছে উপস্থাপনের জন্য একটি প্রস্তাবনা চূড়ান্ত করেছেন। এনআরএ প্রেসিডেন্ট ডেভিড কিনে সংবাদমাধ্যমকে বলেন, হোয়াইট হাউস সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তবু মনে হচ্ছে, কংগ্রেসে কোনো ধরনের অস্ত্র নিয়ন্ত্রণ আইন পাস হবে না। তবে, এনআরএ'র এ ধরনের ভবিষ্যদ্বাণী নাকচ করে দিয়েছেন কংগ্রেস সদস্যরা। মার্কিন পার্লামেন্ট সদস্যদের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যম জানিয়েছে, ডিসেম্বরে নিউটাউনের স্যান্ডিহুক হত্যাকাণ্ডের পর অস্ত্র নিয়ন্ত্রণে কঠিন আইন প্রণয়ন করতে যুক্তরাষ্ট্রের জনগণ প্রস্তুত। উল্লেখ্য, গত ডিসেম্বরে নিউটাউনের স্যান্ডিহুক স্কুলে এক বন্দুকধারীর হামলায় ২০ শিশুসহ ২৬ জন নিহত হয়। ওই হত্যাকাণ্ডের পর দেশজুড়ে অস্ত্র নিয়ন্ত্রণে কঠিন আইন প্রণয়নের দাবি ওঠে। তবে, ২০০৪ সালে মেয়াদোত্তীর্ণ হওয়া আইনটি আবার চালুর ব্যাপারে বিরোধিতাও কম হচ্ছে না।

সর্বশেষ খবর