বুধবার, ১৬ জানুয়ারি, ২০১৩ ০০:০০ টা

দক্ষিণ আফ্রিকায় মার্কিন কনস্যুলেট কর্মকর্তা ছুরিকাঘাতে নিহত

দক্ষিণ আফ্র্রিকার জোহানেসবার্গে এক মহিলার ছুরিকাঘাতে মার্কিন কনস্যুলেটের তথ্য কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ওই কর্মকর্তার নাম ক্রিস্টোফার নর্ম বেটস। নিহতের লাশ রবিবার নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। দক্ষিণ আফ্র্রিকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের মুখপাত্র জ্যাক হিলমিয়ার এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তিনি জানান, রাত তিনটায় হত্যাকারীকে নিয়ে বেটস নিজ ফ্ল্যাটে প্রবেশ করেন। তিনি আরও বলেন, ৪১ বছর বয়সী ক্রিস্টোফোর নর্ম বেটস জোহানেসবার্গের মার্কিন কনস্যুলেটে কর্মরত ছিলেন। রবিবার খুব সকালে নিজ ফ্ল্যাটে বেটসকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার দেহের উপরের অংশে অনেকগুলো ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। বাড়িটির নিরাপত্তা প্রহরী জানান, এক মহিলার আর্তচিৎকার শোনার পর তিনি বেটসের ফ্ল্যাটে ঢোকেন। ওই সময় মৃত বেটস ও রক্তমাখা ছুরি হাতে ওই মহিলাকে দেখতে পান। ঘটনাস্থলেই প্রাণ হারান বেটস এবং হত্যাকারী মহিলাকে আটক করা হয়। দেশটির পুলিশ জানিয়েছে, ওই মহিলাকে আদালতে হাজির করা হবে। ফঙ্ নিউজ।

সর্বশেষ খবর