সোমবার, ২৯ জুলাই, ২০১৩ ০০:০০ টা

পাকিস্তানে বিষাক্ত মদপানে ১৮ জনের মৃত্যু

পাকিস্তানে বিষাক্ত মদপানে ১৮ জনের মৃত্যু

পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদে পৃথক দুটি অনুষ্ঠানে বিষাক্ত মদ পানের ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আর গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন প্রায় ২৪ জন ।
 

বিবিসি অনলাইন ও ডন ডটকম গতকাল সংবাদটি জানিয়েছে, পাকিস্তানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে।
 

একটি জন্মদিনের অনুষ্ঠান ও অপর একটি অনুষ্ঠানে অবৈধভাবে তৈরি মদ পানের পর এ ঘটনা ঘটে। ঘটনার শিকার অধিকাংশ ব্যক্তিই মুসলিম ও খ্রিস্টান ধর্মাবলম্বী শ্রমিক। গুরুতর অসুস্থদের ফয়সালাবাদ শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বার বার অচেতন হয়ে যাচ্ছেন।
 

পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা জাভেদ আহমেদ খান বলেন, দুটি অনুষ্ঠানে মৃতের সংখ্যা ১৮ তে এসে দাঁড়িয়েছে। আরো প্রায় ২৪ জন বিষাক্ত মদে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, চেতনা ধরে রাখতে লড়াই করতে হচ্ছে তাদের।
 

উল্লেখ্য, পাকিস্তানে প্রকাশ্যে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা আছে। তাই অনেক লোকই নিজ বাড়িতে তৈরি করা সস্তা মদ পান করেন।

সর্বশেষ খবর