শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

স্বপ্নে দেখা সোনার খোঁজে ভারত!

স্বপ্নে দেখা সোনার খোঁজে ভারত!

এক সাধুর দেখা স্বপ্নের বয়ান শুনে এলাহি কাণ্ড শুরু হয়েছে ভারতের উত্তর প্রদেশে। এক কেন্দ্রীয় মন্ত্রীর আগ্রহে স্বপ্নের নির্দেশনা অনুযায়ী এক হাজার টন সোনার খোঁজে রাজা রাও রাম বঙ্ সিংহের দুর্গে খোঁড়াখুঁড়ি শুরু করেছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।

ওই দুর্গের নিচে সোনা পাওয়া গেলে তা যেন উধাও না হয় সেজন্য নজরদারি চেয়ে ভারতের সুপ্রিমকোর্টে একটি রিট আবেদনও হয়েছে। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের সময় ব্রিটিশদের হাতে শহীদ হন রাজা রাও রাম বঙ্ সিংহ। ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে, সম্প্রতি শোভন সরকার নামে এক সাধুর স্বপ্নে হাজির হয়ে রাও রাম বঙ্ ওই গুপ্তধনের খোঁজ দেন। সেই সাধুর অনুসারী স্বামী ওমজির দাবি, উত্তর প্রদেশের উন্নাও জেলার দৌন্ডিয়াখেরা গ্রামে ওই দুর্গের ধ্বংসাবশেষের নিচে পোঁতা রয়েছে প্রায় এক হাজার টন সোনা। ব্রিটিশদের হাত থেকে বাঁচাতে রাজা রাও রাম ওই সোনা দুর্গের নিচে লুকিয়ে গেছেন। আর স্বপ্নে তিনি গুপ্তধন দেখভালের দায়িত্ব দিয়েছেন সাধু শোভন সরকারকে। সাধুর এই স্বপ্নের বিষয়টি শুনে ভারতের কৃষি এবং খাদ্য প্রক্রিয়াকরণবিষয়ক প্রতিমন্ত্রী চরণদাস মহান্ত আগ্রহী হয়ে ওঠেন। এর পর সেই 'সোনা উদ্ধারের' দায়িত্ব চাপে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ঘাড়ে। মেইল অনলাইন।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর