শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে অচলাবস্থা ঠেকাতে আনা বিল পাস

যুক্তরাষ্ট্রে সরকারি প্রতিষ্ঠানের বন্ধ ঠেকাতে ঋণ সীমা বাড়ানোর জন্য আনা বিলটি সিনেটে ব্যাপক ভোটে পাস হয়েছে। শুধু ১৮ জন সিনেটর বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন।

এই সমঝোতার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মার্কিন সরকারের ঋণ সীমা বাড়ানো। এখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে প্রতিনিধি পরিষদে। সেখানেও সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান নেতারা বিলটি ঠেকানোর চেষ্টা করবেন না বলেই ইঙ্গিত দিয়েছেন। তারা বলেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্য খাতে সংস্কারে তাদের যে আপত্তি ছিল সেই বিষয়ক শর্ত মেনে নেওয়া না হলেও তারা বিলটি পাসে কাজ করবেন। এদিকে প্রেসিডেন্ট বারাক ওবামা সিনেটে বিলটি পাস হওয়ায় স্বাগত জানিয়েছেন। দেশটি ঋণ খেলাপি হয়ে ওঠার একটি ঝুঁকির মুখে এ বিলটি পাস হলো। রিপাবলিকানরা নতুন বাজেট আটকে দেওয়ায় অর্থের অভাবে দেশটির বহু সরকারি প্রতিষ্ঠান ১ অক্টোবর থেকে বন্ধ রয়েছে। আর কর্মহীন হয়ে পড়েছে দেশটির সাত লাখের মতো মানুষ। বিবিসি।

সর্বশেষ খবর