শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

কানাডার সম্মানসূচক নাগরিকত্ব পাচ্ছে মালালা

কানাডার সম্মানসূচক নাগরিকত্ব পাচ্ছে মালালা

পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কিশোরী মালালা ইউসুফজাইকে সম্মানসূচক কানাডীয় নাগরিকত্ব দিচ্ছে সে দেশের সরকার। কানাডীয় একটি সরকারি সূত্রের বরাত দিয়ে গতকাল বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে। কানাডার অনারারি (সম্মানজনক) নাগরিকত্ব পাওয়া ষষ্ঠ ব্যক্তি হিসেবে মালালা এ সম্মান পেতে যাচ্ছেন। এর আগে রাউল ওয়েনবার্গ, নেলসন ম্যান্ডেলা, দালাইলামা, অং সান সু চি এবং আগা খানকে নাগরিকত্ব প্রদান করেছিল কানাডা। কানাডা সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, নারীশিক্ষার প্রচার চালিয়ে মালালা ইউসুফজাই নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে। এটি সত্যি সাহসিকতার ও উদ্দীপনার বিষয়। উল্লেখ্য, ২০১২ সালের ৯ অক্টোবর তালেবানের বিপক্ষে গিয়ে নারীশিক্ষা নিয়ে কথা বলার জন্য তাকে গুলি করা হয়। পরে ব্রিটেনে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠে মালালা। এর পর সে সারা বিশ্বের নারীদের অধিকার প্রতিষ্ঠায় মডেল হিসেবে পরিচিতি লাভ করে। এএফপি।

সর্বশেষ খবর