শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

ইরাকজুড়ে হামলায় ৬০ জনের মৃত্যু

ইরাকজুড়ে বিভিন্ন হামলায় অন্ততপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই শিয়া মুসলিম সম্প্রদায়ের। বৃহস্পতিবার দেশজুড়ে এসব হামলা চালানো হলে হতাহতের এ ঘটনা ঘটে। তবে এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি। তবে চরমপন্থি সুনি্নরা চলতি বছর শিয়া সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। সিরিয়ার গৃহযুদ্ধের কারণে ইরাকসহ মধ্যপ্রাচ্যজুড়েই মুসলিম শিয়া ও সুনি্ন সম্প্রদায়ের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে। বৃহস্পতিবার রাজধানী বাগদাদে ১০টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব বিস্ফোরণে ৪৪ জনের মৃত্যু হয়। এসব হামলার একটি চালানো হয় বাগদাদের কাছাকাছি একটি বিনোদনপার্কে। এতে ছয় শিশু মারা যায়। এর আগে বৃহস্পতিবার দিনের শুরুতে ইরাকের উত্তরাঞ্চলে মাওয়াফাকিয়া গ্রামে এক আত্দঘাতী ট্রাকবোমা হামলায় দেশটির সংখ্যালঘু শাহবাক সম্প্রদায়ের ১৫ জন নিহত হন। এএফপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর