সিরিয়াসহ বিশ্বজুড়ে চলা সংঘাত নিরসনে ব্যর্থ হওয়ায় এবং বিশ্ব পরিস্থিতি পর্যালোচনার ক্ষেত্রে 'দ্বিমুখী নীতি' পালন করার অভিযোগ তুলে জাতিসংঘের সাধারণ পরিষদ থেকে নিজেদের প্রত্যাহার করেছে সৌদি আরব। গতকাল প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পর সৌদি আরব এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, নিরাপত্তা পরিষদ সিরিয়া সংকট সমাধানে দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। তাই সদস্যপদ প্রত্যাহার করা ছাড়া সৌদি আরবের অন্য কোনো সুযোগ নেই। বিবিসি।