শনিবার, ১৯ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

ভারতে অস্ত্রবাহী মার্কিন জাহাজ আটক

৩৫ নাবিক গ্রেফতার

কোনো ধরনের অনুমতি ছাড়াই অস্ত্র নিয়ে ভারতে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের একটি জাহাজ। আর সেই সঙ্গে ভারতীয় পুলিশ গ্রেফতার করেছে ৩৫ নাবিককে। দেশটির দক্ষিণাঞ্চলের তামিলনাড়ুর উপকূলে আটকে রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের ব্যক্তিমালিকানাধীন এমভি সিম্যান গার্ড ওহিও নামের ওই জাহাজটি। গত ১২ অক্টোবর থেকে জাহাজটি আটক রয়েছে।

গ্রেফতার হওয়া ৩৫ জনের মধ্যে ৮ জন ভারতীয় নাগরিক। এ ছাড়া ব্রিটেন, ইউক্রেন ও এস্তোনিয়ার নাগরিকও রয়েছে। অবৈধভাবে অস্ত্র ও গোলাবারুদ বহনের অভিযোগে নাবিকদের বিরুদ্ধে এরই মধ্যে একটি এফআইআর দায়ের করা হয়েছে। স্থানীয় শিপিং এজেন্টের সহায়তায় অবৈধভাবে ১৫ হাজার লিটার ডিজেল কেনার অপরাধে তাদের বিরুদ্ধে এর আগে প্রয়োজনীয় দ্রব্যাদি আইনে (অ্যাসেনশিয়াল কমোডিটিসি অ্যাক্ট) একটি মামলা হয়েছে। জাহাজটির মালিক প্রতিষ্ঠান আদভান ফোর্ট জানিয়েছে, তাদের জাহাজটি ভারত মহাসাগরে জলদুস্যবিরোধী অভিযানে অংশ নিয়েছিল। অন্যদিকে তামিলনাড়ু পুলিশের দাবি, তারা জাহাজে অস্ত্র ও গোলাবারুদ দেখতে পেয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। পিটিআই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর