শিরোনাম
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

মিসরে ২১ নারীর ১১ বছরের জেল

মিসরের আলেকজান্দ্রিয়ায় বিক্ষোভ করার অপরাধে ২১ নারীকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার। বিক্ষোভবিরোধী নতুন আইন প্রণয়ন করার পর তাদের বিরুদ্ধে এ রায় দেওয়া হয়। চলতি মাসের শুরুর দিকে মানববন্ধন এবং শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ থেকে ওই নারী কর্মীদের আটক করা হয়। তারা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির পুনর্বহাল দাবিতে বিক্ষোভ করছিলেন। এদের মধ্যে অনেক অপ্রাপ্তবয়সী রয়েছে। আদালত জানিয়েছেন প্রাপ্তবয়সী না হওয়া পর্যন্ত তারা কিশোর কারাগারে আটক থাকবে। দেশটির নতুন আইন অনুযায়ী সব ধরনের বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ। আলজাজিরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর