শিরোনাম
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

পশ্চিমা তেল কোম্পানির সঙ্গে আলোচনায় ইরান

পশ্চিমা তেল কোম্পানিগুলোকে ইরানে ফিরিয়ে আনার লক্ষ্যে এগুলোর সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছে তেহরান। ইরানের তেলমন্ত্রী বিজান জাংগানে এ খবর দিয়েছেন। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জাংগানে বলেন, ইরানের তেল মন্ত্রণালয় ইউরোপীয় তেল কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইরানের জ্বালানি খাতের ওপর থেকে মার্কিন নেতৃত্বাধীন অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির সঙ্গেও 'পরোক্ষ' আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। ইরানের তেলমন্ত্রী বলেন, যেসব পশ্চিমা তেল কোম্পানিকে তার দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে সেগুলোর মধ্যে রয়েছে ফ্রান্সের টোটাল, হল্যান্ডের শেল, ইতালির এনি এবং নরওয়ের স্ট্যাটয়েল। ওয়েবসাইট।

সর্বশেষ খবর