শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪ ০০:০০ টা

উজবেক প্রেসিডেন্টকন্যার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ

অর্থ পাচারের অভিযোগে উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম করিমভের বড় মেয়ে গুলনারা করিমভার (৪১) বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সুইজারল্যান্ড। সুইস পাবলিক প্রসিকিউটর জানান, তদন্ত কার্যক্রমের আওতায় এরই মধ্যে ৯১০ মিলিয়নের ইউএস ডলারেরও বেশি অর্থ আটক করা হয়েছে।

তিনি জানিয়েছেন, এ ঘটনায় গুলনারার সঙ্গে আরও চার উজবেক নাগরিকের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া তদন্তে সুইডেনের একটি টেলিকম ফার্মের ব্যবসায়িক কার্যক্রমও অন্তর্ভুক্ত রয়েছে। গুলনারা এর আগে উজবেকিস্তানের পক্ষে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের দূত হিসেবে কর্মরত ছিলেন। আলজাজিরা।

সর্বশেষ খবর