শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪ ০০:০০ টা

ইউক্রেন সীমান্তে সামরিক তৎপরতা বাড়িয়েছে রাশিয়া

ইউক্রেন সীমান্তে সামরিক তৎপরতা বাড়িয়েছে রাশিয়া
ইউক্রেন সীমান্তে স্থল বাহিনীর প্রশিক্ষণ তৎপরতা বাড়িয়েছে রাশিয়া। ইউক্রেনের সীমান্তবর্তী তিনটি এলাকায় প্রশিক্ষণ তৎপরতা চলছে। সেখানে ট্যাংক ও কামান ইউনিটসহ রুশ পদাতিক বাহিনী অংশ নিচ্ছে। একইসঙ্গে রুসতোফ এলাকায় রাশিয়ার প্যারাট্রুপারদের এক মহড়া শুরু হয়েছে।
 
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেন সীমান্তবর্তী রোস্তফ, বেলগুরুদ ও কুর্সক এলাকা ছাড়াও আরো কিছু স্থানে সামরিক প্রশিক্ষণ চলছে। অচেনা এলাকায় সশস্ত্র বাহিনীর দক্ষতা যাচাই এবং দক্ষতা বাড়াতে এসব প্রশিক্ষণ চলছে। চলতি মার্চ মাসের শেষ পর্যন্ত এসব প্রশিক্ষণ চলবে।
 
এছাড়া রোস্তফ এলাকায় চার হাজার প্যারাট্রুপারের অংশগ্রহণে এক মহড়া চলছে। আগামীকাল পর্যন্ত ওই মহড়া চলবে বলে জানা গেছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে ওই মহড়ার দৃশ্য দেখানো হয়েছে।
 
রাশিয়ার সীমান্তবর্তী কৃষ্ণসাগরে বুলগেরিয়া ও রুমানিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া শুরু করার পর রুশ সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ তত্পরতা বাড়ানোর খবর এলো। কৃষ্ণ সাগরে মার্কিন নেতৃত্বাধীন মহড়ায় মার্কিন নৌবাহিনীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ট্রুক্সটান অংশ নিচ্ছে। মার্কিন সরকার এ বিষয়ে পরোক্ষ হুমকি দিয়ে বলেছে, কৃষ্ণ সাগরে রুমানিয়া ও বুলগেরিয়ার সঙ্গে চলমান যৌথ সামরিক মহড়ায় রাশিয়ার জন্য ‘সুস্পষ্ট বার্তা’ রয়েছে।

সর্বশেষ খবর