শনিবার, ১০ মে, ২০১৪ ০০:০০ টা

দক্ষিণ আফ্রিকায় এএনসি পঞ্চমবারের মতো জয়ী

দক্ষিণ আফ্রিকার সাধারণ নির্বাচনে পঞ্চমবারের মতো জয়ী হয়েছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। মোট ৬৩ শতাংশ ভোট পেয়ে জয়ী হয় দলটি। ২২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স। দেশটির নির্বাচন কমিশন বলছে, এ নির্বাচনে ৭২ শতাংশ ভোট পড়েছে। এএনসির বিজয় প্রেসিডেন্ট জ্যাকব জুমার জন্যও দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপ্রধান হওয়ার সুযোগ করে দেবে। এএনসির এ জয় প্রায় নিশ্চিত ছিল বলছেন সংবাদদাতারা। জাতীয়করণের ঘোর বিরোধী দলটি দেশে এখন বিনিয়োগ বাড়ানো আর নতুন অবকাঠামো তৈরির দিকে মনোনিবেশ করবে বলে জানিয়েছে। পঞ্চমবারের মতো জয়ী দল এএনসির বিরুদ্ধে অভিযোগ রয়েছে দুর্নীতির। দেশটিতে বাড়ছে অর্থনৈতিক মন্দা আর বেকারত্ব। সে বিষয়ে ক্ষোভের জন্ম নিলেও দলটির ওপর থেকে আস্থা হারায়নি দক্ষিণ আফ্রিকার মানুষ। ১৯৯৪ সাল থেকে টানা ২০ বছর ক্ষমতায় থাকা দলটিকে তারা আবারও জয় এনে দিল। দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট কিংবদন্তি বর্ণবৈষম্যবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুর পর প্রথম ভোট এটি। দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষী শাসন বা অ্যাপার্থাইডের পতনের ২০ বছরও পূর্ণ হচ্ছে এ বছরই। বিবিসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর