শিরোনাম
বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

ইউক্রেনের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট

ইউক্রেনের পার্লামেন্ট বিলুপ্ত করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো। আগামী ২৬ অক্টোবর এই নির্বাচন হবে বলে সোমবার রাতে এক টেলিভিশন ভাষণে জানিয়েছেন তিনি। পূর্বাঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই আরও শক্তিশালী করতে পার্লামেন্ট বিলুপ্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেছেন, বিলুপ্ত পার্লামেন্টের অনেক সদস্যই ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সমর্থক এবং সে কারণে ইউক্রেনের বেশিরভাগ মানুষ একটি নতুন পার্লামেন্টের আশা করছিল। তিনি জোর দিয়ে বলেন, চলতি পার্লামেন্ট সদস্যদের মধ্যে ইয়ানুকোভিচের সমর্থক রয়ে গেছেন। এদের পরিষ্কার করার জন্য নির্বাচনই সেরা উপায়। তবে নতুন নির্বাচন পোরোশেঙ্কোর জন্য বিপর্যয় বয়ে আনতে পারে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম বিশ্লেষকরা।

এদিকে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার ১০ বিমান সেনা আটক করেছে। এসব সেনাকে দেশটির উত্তরাঞ্চলীয় গোলযোগপূর্ণ নগরী দোনেতস্কের কাছ থেকে আটক করা হয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী বা ইউএসবি। এক বিবৃতিতে বলা হয়েছে, রুশ ৯৮ বিমানবাহী ডিভিশনের এসব সেনাকে দোনেতস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের দেজেরকালনি গ্রাম থেকে আটক করা হয়। রুশ সশস্ত্র নাগরিকরা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে কী করে ইউক্রেনে ঢুকেছে সে বিষয়ে কিয়েভের গোয়েন্দাদের তদন্ত শুরুর কথাও বিবৃতিতে জানানো হয়েছে। অন্যদিকে বেলারুশের রাজধানী মিনস্কে গতকাল রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর মধ্যে বৈঠক হওয়ার কথা। সর্বশেষ এ সম্পর্কে কিছু জানা যায়নি। বিবিসি, আল জাজিরা।

সর্বশেষ খবর