বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা
ইবোলার ভয়াবহতা

শতাধিক স্বাস্থ্যকর্মীর মৃত্যু

ইবোলা ভাইরাসে ১২০ জনেরও বেশি স্বাস্থ্যকর্মী মারা গেছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানায়, এ মহামারীতে নজিরবিহীন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বিবৃতিতে বলা হয় ২৪০ জনের বেশি স্বাস্থ্যকর্মী গিনি, লাইবেরিয়া, নাইজেরিয়া এবং সিয়েরা লিওনের মহামারী আক্রান্ত এলাকায় কাজ করছেন। এদের মধ্যে ১২০ জন মারা গেছেন। এদিকে এ মহামারী মোকাবিলায় নিজেদের অত্যাধুনিক ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধক ওষুধ সরবরাহের ঘোষণা দিয়েছে জাপান। পশ্চিম আফ্রিকায় ইবোলায় এ পর্যন্ত দেড় সহস্রাধিক মানুষ মারা গেছে। আলজাজিরা।

 

 

 

সর্বশেষ খবর