বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

রাজ্যপালের পদ ছাড়লেন শীলা

শেষ পর্যন্ত রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিতে হলো শীলা দীক্ষিতকে। সাত মাস পর কেরালার রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন তিনি। মঙ্গলবারই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেন। মে মাসে ক্ষমতায় আসে বিজেপি সরকার। এরপর থেকে বিজেপি সিদ্ধান্ত নেয় আগের সরকারের নিয়োগ করা ডজন খানেক রাজ্যপালকে সরানো হবে। শীলা দীক্ষিতসহ সাত রাজ্যপালকে সেই তালিকায় রাখা হয়। আর এর জেরেই তিনি পদত্যাগ করেছেন বলে রাজনৈতিক মহলের ধারণা। পদত্যাগের পর দিল্লিতে ফিরে আসবেন শীলা দীক্ষিত। সেখানে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে সাংগঠনিক কাজে যোগ দেবেন তিনি। জি নিউজ।

 

 

সর্বশেষ খবর