শিরোনাম
বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

লিবিয়ায় হামলা চালাচ্ছে আরব আমিরাত

যুক্তরাষ্ট্রের দাবি

লিবিয়ায় গোপনে হামলা চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। জঙ্গি দমনে দেশটি মিসরের ঘাঁটিও ব্যবহার করছে। এমন দাবি যুক্তরাষ্ট্রের। গত সোমবার দুজন মার্কিন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি এই হামলায় অংশ নিচ্ছে না ও কোনোরকম সহায়তা করছে না। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, এই ধরনের হামলাগুলো আরব আমিরাতই চালাচ্ছে। এ খবর নিশ্চিত করে নিউইয়র্ক টাইমসে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তবে এই ধরনের হামলা বা কোনো ধরনের সামরিক অভিযানের কথা অস্বীকার করেছে মিসর।

এদিকে জাতিসংঘে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত ইব্রাহিম দাব্বাশি হামলায় মিসর ও আরব আমিরাতের সংযুক্তির বিষয়ে নিশ্চিত নন বলে জানান। তিনি এ ব্যাপারে সন্দেহ প্রকাশ করে নিউইয়র্কে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমি এটি বিশ্বাস করি না। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহখানেক আগে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এছাড়া গত শনিবার দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। এই হামলাগুলোর ফলে ত্রিপোলি বিমানবন্দর দখলমুক্ত হয়। পরে অবশ্য জঙ্গিরা ফের এটির দখল নিয়ে নেয়। উল্লেখ্য, ত্রিপোলির বাসিন্দারা জানান, ২০১১ সালে দেশটির সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর ত্রিপোলিতে অজ্ঞাত বিভিন্ন ধরনের হামলা বেড়ে গেছে। আল জাজিরা।

সর্বশেষ খবর