বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

বিজেপির সংসদীয় বোর্ড থেকে বাজপেয়ি আদভানি যোশী বাদ

বিজেপির সংসদীয় বোর্ড থেকে বাজপেয়ি আদভানি যোশী বাদ

সরকার থেকে তারা বাদ পড়েছেন আগেই। এখনো পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে তাদের রাখা হয়নি। এবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারক সংস্থা সংসদীয় বোর্ড থেকেও বাদ পড়লেন বিজেপির তিন প্রভাবশালী নেতা- অটল বিহারি বাজপেয়ি, লালকৃষ্ণ আদভানি ও মুরলি মনোহর যোশী। কারণ নরেন্দ্র মোদির পথ অনুসরণ করে সরকারের মতো সংসদীয় বোর্ডের দরজাও ৭৫ পেরোনো নেতাদের জন্য বন্ধ করে দিতে চান অমিত শাহ। আর করলেনও তাই! গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এ তিনজনকে বাদ দিয়ে ১২ সদস্যের নতুন সংসদীয় বোর্ডের নাম ঘোষণা করেন। অমিত শাহর নেতৃত্বে ১২ সদস্যের সংসদীয় বোর্ডে আছেন নরেন্দ্র মোদি, রাজনাথ সিং, অরুণ জেটলি, সুষমা স্বরাজ, ভেঙ্কাইয়া নাইডু, নীতিন গড়করি, অনন্তকুমার, থাওয়ারচাঁদ গেহলট, শিবরাজ সিং চৌহান, জে পি নাড্ডা এবং রামলাল। তবে সংসদীয় বোর্ডে জায়গা না পেলেও পাঁচ সদস্যের ‘মার্গদর্শক মণ্ডল’-এ জায়গা পেয়েছেন দলের এই ত্রিমূর্তি। অটল বিহারি বাজপেয়ি, আদভানি ও যোশীর পাশাপাশি মোদি এবং রাজনাথ সিংকেও দেখা যাবে মার্গদর্শকের ভূমিকায়।
 

সর্বশেষ খবর