বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতিতে সম্মত


ফিলিস্তিনের গাজায় ২ হাজারের বেশি লোক নিহত হওয়ার পর অবশেষে মিসরের মধ্যস্থতায় হামাসের সঙ্গে শান্তিচুক্তিতে গতকাল সম্মত হয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের কর্তাব্যক্তিদের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়-শীঘ্রই চুক্তির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তবে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানতে চাইলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি। গাজায় হামাসের মুখপাত্র সামি আবু জুহরি রয়টার্সকে বলেন, ‘দুই পক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছে। এখন মিসরের কায়রো থেকে ঘোষণার অপেক্ষায় আছি।’ গাজার অন্য সংগঠন পপুলার রেজিস্ট্যান্ট কমিটিসের (পিআরসি) একজন মুখপাত্র জানান, দুই ঘণ্টার মধ্যে চুক্তির বিষয়ে ঘোষণা আসবে। বিবিসি।
 

সর্বশেষ খবর