শিরোনাম
শনিবার, ৬ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

তালেবান আমেরিকার সৃষ্টি

দাবি পারভেজ মোশাররফের

তালেবান আমেরিকার সৃষ্টি

তালেবান সৃষ্টির জন্য পাশ্চাত্য ও আমেরিকা দায়ী। আর মার্কিন ভুলনীতির দায় পাকিস্তান ভোগ করছে। বৃহস্পতিবার করাচিতে যুব সংসদের কনভেনশনে পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফ এ মন্তব্য করেন।
মোশাররফ বলেন, আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া ইসলামাবাদের জন্য ভুল ছিল। তিনি অভিযোগ করেন, আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহার করার পর আমেরিকা ও পশ্চিমা দেশগুলো পাকিস্তানকে পরিত্যক্ত অবস্থায় রেখে চলে গেছে। সাবেক  এ সেনাশাসক বলেন, আমেরিকার ভুলনীতির কারণে পাকিস্তানকে ১৯৭৯ সালে একই সঙ্গে দুটি ফ্রন্টে লড়াই করতে হয়েছে, যার কারণে ইসলামাবাদকে তার সেনা বাড়াতে হয়েছে। তবে পাকিস্তানকে অস্থিতিশীল করার তৎপরতা শুরু হয়েছিল ৫০ ও ৬০-এর দশকে। জেনারেল মোশাররফ বলেন, কেউ কেউ বলে থাকেন তালেবানরা আমাদের সন্তান এবং পাকিস্তানই তাদের সৃষ্টি করেছে; কিন্তু তা সত্য নয়। তিনি বলেন, ১৯৭৯ সালে মুজাহিদীনকে আফগানিস্তানে সোভিয়েত সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহার করা হয়েছে, কিন্তু রুশ সেনাদের পরাজয়ের পর তাদের সেভাবে দেখাশোনা করা হয়নি। পারভেজ মোশাররফ বলেন, পাকিস্তানে সেনাবাহিনীর একটা সাংবিধানিক দায়িত্ব রয়েছে এবং রাজনৈতিক দলগুলো পাকিস্তানি জাতির স্বার্থে ভালো সিদ্ধান্ত নেয় না। গণতান্ত্রিক সরকারগুলো কখনো ভালোভাবে দায়িত্ব পালন করতে পারেনি বলেও তিনি মন্তব্য করেন। এএফপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর