রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য

সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য

শুক্রবার হোয়াইট হাউসে এক যৌথ সংবাদ সম্মেলনে ওবামা ও ক্যামেরন -বিবিসি

সন্ত্রাসবাদ বৈশ্বিক প্রধান সমস্যাগুলোর একটি। আর এ সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করতে সম্মতি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। শুক্রবার হোয়াইট হাউসে এক যৌথ সংবাদ সম্মেলনে ওবামা-ক্যামেরন এ সম্মতি প্রকাশ করেন।

ওবামা বলেন, 'আমাদের দুঃখ, বেদনা ও ধ্বংসের কারণ সন্ত্রাসী কার্যক্রম। আশার কথা এই, সম্মিলিতভাবেই আমরা সন্ত্রাস নির্মূল করতে সক্ষম হব।' ক্যামেরন বলেন, 'কাদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়েছি, তা আমরা জানি। তবে এও জানি, কীভাবে জিতব।' এ সময় প্যারিসে হামলাকারীদের 'ধর্মান্ধ', 'মৃত্যুদূত' বলে আখ্যায়িত করেন ক্যামেরন। ওবামা জানান, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে ও জঙ্গি নির্মূলে করণীয় নির্ধারণে আগামী ফেব্রুয়ারিতে একটি সম্মেলনের আয়োজন করবে যুক্তরাষ্ট্র। ওবামা আরও বলেন, সহিংস উগ্রপন্থার মোকাবিলা ও তরুণদের উগ্রপন্থি করে তুলে সন্ত্রাসে জড়িয়ে ফেলা প্রতিরোধ করতে তাদের একসঙ্গে কাজ করার কৌশল নিতে হবে। অনলাইনে যোগাযোগ ও নতুন সদস্য সংগ্রহ করার প্রচারণা ছড়িয়ে দেওয়ার ব্যাপারে উগ্রপন্থিদের সামর্থ্য বিশ্বের সরকারগুলোর জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। হামলা চালাতে উদ্যত উগ্রপন্থিদের অনুসরণ করা থেকে সরকারি কর্তৃপক্ষের নজরদারি ফাঁকি দিতে বের হওয়া নতুন এনক্রিপশন পণ্য নিয়ে সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করেছেন ওবামা ও ক্যামেরন। সাইবার নিরাপত্তা জোরদারে যৌথভাবে একটি 'সাইবার সেল' গঠন করার কথাও জানিয়েছে দেশ দুটি। চলতি বছরের শেষ নাগাদ ওই সেলের পক্ষ থেকে লন্ডন ও নিউইয়র্কের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোয় সাইবার হামলার একটি মহড়া হবে। এএফপি।

 

 

সর্বশেষ খবর