রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

ইউরোপজুড়ে উচ্চ সতর্কতা

ইউরোপজুড়ে উচ্চ সতর্কতা

ইউরোপজুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। প্যারিসে হামলার জের ধরে সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে বেশ কয়েকজন জঙ্গি গ্রেফতারের ঘটনায় হামলা হতে পারে এমন আশঙ্কা থেকে এই সতর্কতা। বেলজিয়াম, ফ্রান্স ও জার্মানিতে এ পর্যন্ত ২০ জনের বেশি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া ফ্রান্সে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েনে বেলজিয়ামও যোগ দিয়েছে। গত সপ্তাহে প্যারিসে হামলার ঘটনায় ১৭ জন নিহত হওয়ার পর গত পরশু ফের জিম্মির ঘটনা ঘটে। পরে অবশ্য জিম্মিকারী পুলিশের কাছে আত্দসমর্পণ করে। এর পরিপ্রেক্ষিতে গতকাল থেকে ইউরোপের বেশ কয়েকটি দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া ইউরোপের বেশকিছু যুবক আইএসে যোগদান শেষে দেশে ফেরার পর দেশগুলোতে উদ্বেগ দেখা দিয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকায় বেলজিয়ামে পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে অস্ত্র, বিস্ফোরক, পুলিশের ইউনিফর্ম ও বিপুল পরিমাণ অর্থসহ তাদের আটক করা হয়। শুধু ফ্রান্সেই এক লাখ ২০ হাজার পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। বিবিসি।

 

 

সর্বশেষ খবর