রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

প্রণবের গাড়িতে ভরসা নেই ওবামার

প্রণবের গাড়িতে ভরসা নেই ওবামার

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নিরাপত্তার ধাক্কায় এবার বদলে যাচ্ছে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের রীতিনীতি! সাধারণত ২৬ জানুয়ারি সকালে ভারতের রাষ্ট্রপতির গাড়িতেই অনুষ্ঠানস্থলে উপস্থিত হন আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানরা। কিন্তু চলতি বছরে আমন্ত্রিত অতিথি এতটাই গুরুত্বপূর্ণ যে, সেজন্য বদলাতে পারে ওই নীতি।

মার্কিন গোয়েন্দারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ওবামার পক্ষে তার নিজস্ব গাড়িতেই অনুষ্ঠানস্থলে যাওয়াটা নিরাপদ। সে ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় নিজস্ব গাড়িতে রাষ্ট্রপতি ভবন থেকে অনুষ্ঠানস্থলে পৌঁছাবেন। তার ঠিক পেছনে সেই গাড়িকে অনুসরণ করে রাষ্ট্রপতি ভবন থেকে রাজপথে পৌঁছাবে ওবামার ক্যাডিলাক। জঙ্গি সংগঠনগুলোর হিটলিস্টে সবসময়ই ওপরে নাম থাকে মার্কিন প্রেসিডেন্টের। তার ওপর ওবামার আসন্ন সফরে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে বলে ইতিমধ্যে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। এতে রাষ্ট্রপতির সঙ্গে এক গাড়িতে ওবামার যাওয়া নিয়ে প্রশ্ন তোলে এফবিআই। জি নিউজ।

 

 

সর্বশেষ খবর