অবশেষে ভারতের স্বপ্নপূরণ হলো। দীর্ঘ ৩২ বছরের সাধনার পর তাদের যুদ্ধ বিমান আকাশে উড়ল। হিন্দুস্তান অ্যারোনটিঙ্ লিমিটেডের তেঁজাস সিরিজ এ বিমানটি তৈরি করে। গতকাল একটি অনুষ্ঠানের মাধ্যমে এটি বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, দেশটির প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিকার ও বিমান বাহিনী প্রধান মার্শাল অনুপ রাহা। ৩২ বছর আগে এ ধরনের বিমান তৈরি করার পরিকল্পনা ছিল ভারতের। দীর্ঘ অপেক্ষার পর তারা সফলতার মুখ দেখল। টাইমস অব ইন্ডিয়া।