বুধবার, ২২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা
ভূমধ্যসাগরে নৌকাডুবি

প্রাণহানি ৮০০ জনের

ভূমধ্যসাগরে নৌযানডুবিতে ৮০০ আরোহীর প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ। গতকাল সংস্থাটির শরণার্থীবিষয়ক হাইকমিশনারের মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়। এ ঘটনায় নৌযানের ক্যাপ্টেন ও একজন ক্রুকে গ্রেফতার করা হয়েছে। ইতালিতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের মুখপাত্র কারলোতা সামি বলেন, 'আমরা বলতে পারি ৮০০ জনের মৃত্যু হয়েছে'। জীবিত উদ্ধার হওয়া আরোহীদের বরাত দিয়ে জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, নৌযানটিতে ১০-১২ বছর বয়সী শিশুসহ আটশ'র কিছু বেশি আরোহী ছিল। অভিবাসীদের নিয়ে নৌযানটি শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় ত্রিপোলি ছাড়ে। লিবিয়া থেকে ইউরোপ অভিমুখে রওয়ানা হওয়া নৌযানটি শনিবার মধ্যরাতে ভূমধ্যসাগরে ডুবে যায়। ৭০ ফুট লম্বা মাছ ধরার নৌযানটির আরোহীদের মধ্যে মাত্র ২৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ২৪টি লাশ। নৌযানডুবিতে নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান ও উদ্ধারে অভিযান চলছে। এ ছাড়া পাচারকারী নৌযানের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হচ্ছে। জীবিত উদ্ধার হওয়ারা কোস্টগার্ডের জাহাজে করে সোমবার ইতালির সিসিলিতে এলে নৌযানের ক্যাপ্টেন ও এক ক্রুকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ক্যাপ্টেন তিউনিসিয়ার এবং ক্রু সিরিয়ার অধিবাসী বলে বলা হচ্ছে। তাদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ আনা হয়েছে। ভূমধ্যসাগরে নৌযানডুবিতে শত শত অভিবাসীর প্রাণহানির ঘটনায় লুঙ্মেবার্গে সোমবার জরুরি বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীরা। ইইউ মন্ত্রীদের বৈঠকে ভূমধ্যসাগর এলাকার অভিবাসী সংকট লাঘবে ১০ দফা সংবলিত এক কর্মপরিকল্পনা পেশ করা হয়। ইইউ মন্ত্রীরা সংস্থার সহায়তা কার্যক্রম বৃদ্ধি ও পাচারকারীদের ধরার মাধ্যমে অভিবাসীদের প্রাণহানি বন্ধের প্রচেষ্টা জোরদারের অঙ্গীকার করেন। বিবিসি, আলজাজিরা।

সর্বশেষ খবর