বুধবার, ২২ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

মুরসির ২০ বছরের কারাদণ্ড

মুরসির ২০ বছরের কারাদণ্ড

মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ২০১২ সালের ডিসেম্বরে রাষ্ট্রপতি প্রাসাদের বাইরে ১০ বিক্ষোভকারীকে হত্যায় জড়িত থাকার অভিযোগে মুরসিকে এই সাজা দেওয়া হলো। মুরসি দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট। এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন তিনি। মুরসির বিরুদ্ধে এখনো তিনটি মামলা বিচারধীন রয়েছে। মামলাগুলোতে তার বিরুদ্ধে ২০১১ সালে মোবারকবিরোধী আন্দোলন চলাকালে জেল ভাঙা, ফিলিস্তিনি হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইরানি রেভ্যুলেশনারি গার্ডের সঙ্গে জড়িত এবং আল জাজিরার মাধ্যমে রাষ্ট্রীয় তথ্য ফাঁসের অভিযোগ তোলা হয়েছে। মোবারকের পতনের পর ২০১২ সালের মে মাসে নির্বাচনে জয়ী হয়ে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন মুরসি। বিবিসি।

 

সর্বশেষ খবর