শুক্রবার, ৮ মে, ২০১৫ ০০:০০ টা

তালেবানের বিরুদ্ধে 'বিশাল' অভিযানে আফগান সেনারা

কোনো ফলাফল ছাড়াই গত সপ্তাহে শেষ হয়েছে আফগান সরকার ও তালেবানদের মাঝে শান্তি আলোচনা। সরকার থেকে অভিযোগ করা হয়েছে, তালেবানের একগুঁয়েমির কারণে ওই আলোচনা ভেস্তে গেছে। এর ফলে আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের প্রাদেশিক রাজধানী কুন্দুজে তালেবানের বিরুদ্ধে বিশাল অভিযান শুরু করেছে দেশটির সরকারি বাহিনী। তালেবান সম্প্রতি যুদ্ধ করতে করতে শহরটির একেবারে কাছে চলে এসেছে। ফলে সেখানকার ১০ হাজারের বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে। তাই তালেবান যোদ্ধাদের রুখতে ওই অভিযান শুরু করা হয়েছে বলে বিবিসি জানিয়েছে। আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামিক স্টেটের বিদেশি যোদ্ধারা তালেবানের সঙ্গে হয়ে যুদ্ধ করছে। প্রাদেশিক গভর্নর মুহাম্মদ উমর শফি জানান, দুই নারীসহ ১৮ বিদেশি যোদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ খবর