বুধবার, ১৫ জুলাই, ২০১৫ ০০:০০ টা

বেলআউট চুক্তি নিয়ে তোপের মুখে সিপ্রাস

বেলআউট চুক্তি নিয়ে তোপের মুখে সিপ্রাস

ইউরোজোনের নেতাদের সঙ্গে সোমবার তৃতীয় দফা বেলআইট চুক্তি স্বাক্ষরের পর নিজ দেশে তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী আ্যলেক্সিস সিপ্রাস। আজকের মধ্যে তাকে ওই চুক্তিটি গ্রিক পার্লামেন্ট পাস করাতে হবে। কিন্তু তার দলের নেতারাই এর বিরোধিতা করতে শুরু করেছেন। নিজের দেশের জনগণের সমালোচনার মুখেও পড়েছেন প্রধানমন্ত্রী সিপ্রাস। তাদের অভিযোগ, অত্যন্ত অবমাননাকর সব শর্ত মেনে সিপ্রাস এই চুক্তিতে রাজি হয়েছেন। চুক্তির শর্তাবলীর মধ্যে রয়েছে, কর বৃদ্ধি, পেনশন কর্তন এবং চাকুরিবিধিতে পরিবর্তন আনা। তবে এসব শর্ত পার্লামেন্টে পাস করানো সহজ হবে না বলেই আভাস পাওয়া গেছে। যদিও আজকের মধ্যে এসব সংস্কার প্রস্তাব পার্লামেন্টে অনুমোদন করাতে হবে। গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী প্যানোস ক্যামেনোস, যিনি সরকারের শরিক একটি ছোট দলের নেতা, তিনি এই চুক্তিকে সমর্থন করবেন না বলে জানিয়ে দিয়েছেন। তবে এটি ব্যর্থ হলে গ্রিসের ব্যাংকগুলো বন্ধ হয়ে যাবে এবং ইউরো থেকে বেরিয়ে যেতে হবে দেশটিকে। এদিকে ক্ষমতাসীন সিরিজা পার্টির কট্টরপন্থীরাও এই চুক্তিকে গ্রিসের জন্য অবমাননাকর বলে সমালোচনা করছেন। তাই চুক্তি পাস করার কাজটি মোটেই সহজ হবে না বলে মনে করছেন শ্রমমন্ত্রী। যদিও আজ এই চুক্তির বিরুদ্ধে দিনব্যাপী ধর্মঘট আহ্বান করেছে দেশটির সরকারি কর্মজীবীদের একটি সংগঠন। এএফপি, বিবিসি।

 

সর্বশেষ খবর