শনিবার, ১ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র সামরিকীকরণ করছে

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় যুক্তরাষ্ট্র সামরিকীকরণের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে চীন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বৃহস্পতিবার এ অভিযোগ করেছে। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকার মালিকানা দাবি করে আসছে চীন। অপরদিকে প্রতিবেশী মালয়েশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামও একই এলাকার মালিকানা দাবি করে আসছে। সম্প্রতি চীন বিতর্কিত ওই এলাকায় কৃত্রিম দ্বীপ নির্মাণ করছে বলে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন। চীন অবশ্য তার নৌসীমা বিতর্কে যুক্তরাষ্ট্রকে নাক না গলানোর জন্য আহ্বান জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র বলছে, বিতর্কিত নৌসীমায় চীনের মালিকানা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং তা আঞ্চলিক শান্তি বিঘি্নত করছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ওই এলাকায় নিয়মিত নজরদারি চালাবে। এএফপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর