শনিবার, ১৫ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

চীনের বিস্ফোরণস্থলে জ্বলছে আগুন

চীনের উত্তরাঞ্চলীয় বন্দর শহর তিয়ানজিনে বড় ধরনের বিস্ফোরণের ৩৬ ঘণ্টা পরও গতকাল আগুন জ্বলে। আগুনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে। তাদের মধ্যে ২১ জন দমকলকর্মী। আহতের সংখ্যা ৭২০ পেরিয়ে গেছে। এদের মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর। গতকাল উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের মধ্য থেকে একজন জীবিতকে উদ্ধার করেছে। গতকাল পর্যন্ত বিস্ফোরণের কারণ জানাতে পারেনি কর্তৃপক্ষ। তিয়ানজিনের দমকল বিভাগের প্রধান ঝোউ তিয়ান সাংবাদিকদের জানান, ১৪০টি ফায়ার ইঞ্জিন নিয়ে ১ হাজারেরও বেশি দমকলকর্মী আজও (শুক্রবার) বিস্ফোরণস্থলের আগুন নেভানোর চেষ্টা চালায়। তিয়ানজিন পোর্ট গ্রুপ কোম্পানি বলেছে, তাদের ডজনখানেক কর্মীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রুইহাই লজিস্টিকস কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে, তাদের পণ্যের মধ্যে আছে বিভিন্ন বিষাক্ত রাসায়নিকসহ কমপ্রেসড গ্যাস এবং দাহ্য তরল পদার্থ। বিবিসি।

সর্বশেষ খবর