শনিবার, ১৫ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

সংক্ষেপে

ওবামার সঙ্গী বই

অবকাশ কাটাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ম্যাসাচুসেটসের মার্থাস ভ্যানিয়ার্ড দ্বীপে অবকাশ কাটাতে অবস্থান করছেন তিনি। আর তার এই অবকাশে আছে বেশকিছু বই। এসব বইয়ের মধ্যে পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখক ঝুম্পা লাহিড়ির 'দ্য লোল্যান্ড'ও রয়েছে। ১৯৬০ এর দশকে কলকাতার দুই ভাইয়ের জীবনকে কেন্দ্র করেই সৃষ্টি হয়েছে 'দ্য লোল্যান্ড' উপন্যাসটির কাহিনী। ঝুম্পার 'দ্য লোল্যান্ড' উপন্যাসের পাশাপাশি ওবামা আরও পাঁচটি বই সঙ্গে নিয়েছেন।

একাট্টা চীন-রাশিয়া

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরক্ষার অংশ হিসেবে ইরানকে সামরিক সহযোগিতার চিন্তাভাবনা করছে চীন ও রাশিয়া। এ জন্য যুদ্ধবিমানসহ বিভিন্ন সমরাস্ত্র দিয়ে ইরানকে সাহায্য করবে দেশ দুটি। তাইওয়ানভিত্তিক সংবাদমাধ্যম ওয়াচিং টাইমসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে চীনের সংবাদমাধ্যম পিপলস ডেইলি। মূলত যুক্তরাষ্ট্র নিজের মিত্রদের ও উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটকে (ন্যাটো) রাশিয়ার বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টার পরিপ্রেক্ষিতে বেইজিং ও মস্কো মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়াচ্ছে আর এরই অংশ হিসেবে ইরানকে সামরিক সহযোগিতা করছে। এএফপি।

 

সর্বশেষ খবর