শনিবার, ২২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা
ব্যাংককে বোমা হামলা

অপরাধী ধরতে পুরস্কার ঘোষণা থাই সরকারের

ব্যাংককে এরাওয়ান মন্দিরে বোমা হামলার ঘটনায় হামলাকারীকে ধরিয়ে দিতে ৮৫ হাজার ডলার (৬৫ লাখ ৮৫ হাজার টাকা) পুরস্কার ঘোষণা করেছে থাই কর্তৃপক্ষ। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) ব্যাংককের চিদলম জেলায় ব্রহ্মা মন্দির 'এরাওয়ান'র কাছে বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ জন নিহত হন। এ ছাড়া আহত হন আরও অনেকে। থাই সরকার বলছে, দেশটির পর্যটন শিল্প ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতেই এ হামলা চালানো হয়েছে। দেশটির পুলিশের দাবি, হামলার পেছনে সংঘবদ্ধ চক্রের হাত রয়েছে। এক মাস আগে হামলার চক্রান্ত করা হয়। হামলার পরপরই সিসিটিভি ক্যামেরা ফুটেজে সন্দেহভাজন একজনকে শনাক্ত করে থাই পুলিশ। হলুদ পোশাক পরা ওই ব্যক্তিকে প্রথমে নারী বলে মনে করা হলেও কর্তৃপক্ষ পরে তাকে পুরুষ বলে দাবি করে। হামলার কয়েক মিনিট আগে সে ঘটনাস্থলে একটি ব্যাগ রেখে যায়। ঘটনার তৃতীয় দিন সন্দেহভাজন ব্যক্তিকে পাকড়াও করতে ইন্টারপোলের সহায়তা চায় থাই কর্তৃপক্ষ। আন্তর্জাতিক পুলিশ সংস্থাটিকে সন্দেহভাজনের ছবিও পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। এদিকে, হামলার ঘটনা তদন্তে বেশ অগ্রগতি হয়েছে বলে গতকাল জানিয়েছে থাই কর্তৃপক্ষ। এএফপি।

সর্বশেষ খবর